আবারও সেরার ৩ পুরস্কার জিতলেন মেসি


ক্রীড়া ডেস্ক , : 22-04-2023

আবারও সেরার ৩ পুরস্কার জিতলেন মেসি

আবারও সেরার ৩ পুরস্কার জিতলেন ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ৩টি পুরস্কার জিতলেন তিনি।  

মেসি ২০২২ সালে আইএফএফএইচএস বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন।

আইএফএফএইচএসের সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন এই বিশ্ব তারকা। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

মেসির নেতৃত্বে ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেন তিনি। গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেন মেসি।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com