বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ


ঢাকা বিজনেস ডেস্ক , : 22-04-2023

বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ

বাংলাদেশিদের জন্য সুদান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটছে। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে ব্যাঘাত ঘটছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে অবগত করে বলা হয়, খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর ও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।  বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এই কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব বাংলাদেশি নাগরিককে সুদান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সুদানে অবস্থানরত বাংলাদেশিদের পরামর্শ দিচ্ছে। 

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]