ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 22-04-2023

ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিষয়টি ঢাকা বিজনেসকে নিশ্চিত করেছেন বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার মো. অহিদুল ইসলাম।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দু’বাহিনীর পক্ষে একে-অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির ক্যাম্প কমান্ডার মো. অহিদুল ইসলাম ও বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দু’বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে, সে জন্যই দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে-অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই রেওয়াজ চলে আসছে।’

বুলু/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]