আগামী সপ্তাহে ফের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেবেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক , : 21-04-2023

আগামী সপ্তাহে ফের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের প্রথম দিকে দ্বিতীয় মেয়াদে তার দীর্ঘ প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

ওয়াশিংটন পোস্ট এবং সিএনএনসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে তার পুনর্নির্বাচন প্রচার শুরু করতে প্রস্তুত।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পরিবেশিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হতে পারে। কারণ, ২০১৯ সালের এই দিন বাইডেন ২০২০ সালে তৎকালীন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন। ত, এমন পরিকল্পনা এখনো চূড়ান্ত করা হয়নি। 

খবরে বলা হয়, ৮০ বছর বয়সে ইতোমধ্যে ইতিহাসের সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় মেয়াদ শেষ করার সময় তার বয়স হবে ৮৬ বছর।

এদিকে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন পাওয়ার দৌঁড়ে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। তার এগিয়ে থাকার মধ্যদিয়ে ফের এ সম্ভাবনা বাড়ছে।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]