নতুন সিজনে 'দ্য বিগ ব্যাং থিওরি'


বিনোদন ডেস্ক , : 18-04-2023

নতুন সিজনে 'দ্য বিগ ব্যাং থিওরি'

হলিউডের অন্যতম সেরা টেলিভিশন সিরিজ 'দ্য বিগ ব্যাং থিওরি'। বিশ্বজুড়েই আছে এই সিরিজের ভক্ত। এই সিরিজের ভক্তদের জন্য আসছে আরও একটি নতুন সিজন। সিরিজটির  ১৩তম সিজন এটি।

বরাবরের মতো এবারের পর্বগুলোও আমেরিকার বেসরকারি টিভি চ্যানেল এইচবিও ম্যাক্সে প্রচার হবে। সিরিজটির ১৩ তম সিজনে থাকছে ২৪টি পর্ব। সিরিজটির নতুন সিক্যুয়েল নির্মাণের বিষয়টি হলিউডভিত্তিক গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা চুক লরে। তিনি বলেন, ‘দ্য বিগ ব্যাং থিওরি’ ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছি আমরা। ২০১৯ সালের পর আবারো এর নতুন পর্ব নির্মাণ করা হবে। যা সবার জন্যই আনন্দের একটি সংবাদ। আশা করছি নতুন সিরিজটি দর্শকদের মাঝে সাড়া ফেলবে।'

‘দ্য বিগ ব্যাং থিওরি’ একটি মার্কিন ধারাবাহিক সিরিজ। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রথম প্রচারে আসে সিরিজটি। চাক লোর ও বিল প্র্যাডি এই ধারাবাহিকের প্রযোজক ও নির্মাতা।

ক্যালিফোর্নিয়ার পাসাডেনা শহরের দুই অতি প্রতিভাধর পদার্থবিজ্ঞানীর দৈনন্দিন জীবনকে কেন্দ্র করেই এর গল্প। এদের একজন প্রায়োগিক পদার্থবিদ লেওনার্ড হফস্টেডার ও অন্যজন তাত্ত্বিক পদার্থবিদ শেল্ডন কুপার। আর এদের প্রতিবেশী এক চিত্তাকর্ষক যুবতী পেনি। যার স্বপ্ন একজন সফল অভিনেত্রী হওয়ার। কিন্তু আপাতত একটি রেস্তোরাঁয় কাজ করছে সে। লেওনার্ড আর শেল্ডনের জ্ঞানগম্ভীর পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পেনির স্বাভাবিক সামাজিক জীবনযাপনের পারদর্শিতা বেশ হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে। এদের সহকর্মী ও নিকটতম বন্ধু দুজনের মধ্যে একজন মহাকাশযান প্রকৌশলী ও মহাকাশযাত্রী হাওয়ার্ড ওয়ালোউইতজ, আরেকজন জ্যোতিঃ পদার্থবিজ্ঞানী রাজেশ কুথ্রাপ্পালি। এরাও যথেষ্ট প্রতিভাধর ও বিদ্যান। এদের আচরণ বেশিরভাগ সামাজিক পরিস্থিতিতে বেমানান। এমন সব গল্প নিয়েই সিরিজটি দীর্ঘ সময় ধরে ভক্তদের বিনোদন দিয়ে আসছে।

সিরিজটির এখন পর্যন্ত মোট ২৭৯টি পর্ব প্রচার হয়েছে।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com