আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কক্সবাজারে কনসার্ট


কক্সবাজার সংবাদদাতা , : 22-12-2022

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কক্সবাজারে কনসার্ট

কক্সবাজারে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়কে স্মরণীয় করে রাখতে বিশাল আনন্দ র‍্যালি ও ওপেন কনসার্ট হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকালে কক্সবাজার লাবনী পয়েন্টের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে ওপেন কনসার্টের আয়োজন করে আর্জেন্টিনা ফ্যান বেজ কক্সবাজার। এসময় সৈকতপাড়ে গানে গানে মেতেছে পর্যটকসহ শত শত আর্জেন্টিনার সমর্থক। 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে তুলে নেওয়ায় এই আয়োজন করা হয়। কনসার্টে গানের সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়ানো হয়।  

এ দিন দুপুর থেকে আর্জেন্টিনার সমর্থকরা ঢোল-তবলা, বাঁশি হাতে শহরের শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরির মাঠে জড়ো হন। পরে লাবণী পয়েন্টে কনসার্টে যোগ দেন। কনসার্টে দেশীয় খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করেন। গানে গানে আর্জেন্টিনার জয়কে বরণ করেন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকসহ আর্জেন্টিনার স্থানীয় সমর্থকরা। 


আয়োজকরা বলেন, আর্জেন্টিনাকে বার বার সমর্থন দিয়ে যাচ্ছি আমরা। এর আগেও কক্সবাজারে আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলার আয়োজন করা হয়। এবার ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় কক্সবাজারে আনন্দ র‍্যালি ও ওপেন কনসার্টের আয়োজন করা হয়। এখানে আর্জেন্টিনার সমর্থক ছাড়াও অন্যান্য দলের সমর্থকরা আনন্দ-হৈ হুল্লোড়ে মেতেছেন। সবমিলিয়ে এক মেলবন্ধনের সৃষ্টি হয়েছে।

তাফহীমুল/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com