নরসিংদীতে জমি থেকে কৃষককের লাশ উদ্ধার


নরসিংদী প্রতিনিধি , : 17-04-2023

নরসিংদীতে  জমি থেকে কৃষককের লাশ উদ্ধার

নরসিংদীতে  রায়হান উদ্দিন (৪০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রায়পুরা  উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রাম থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়,  রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান রায়হান। সকাল পর্যন্ত তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা জমিতে রায়হানের গলাকাটা  লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা বিজনেস এমএ/




উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]