মরা গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে কারাদণ্ড


টাঙ্গাইল সংবাদদাতা , : 16-04-2023

মরা গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে মরা গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড় এলাকায় মাংস ব্যবসায়ীকে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। 

দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মণ্ডলের ছেলে হাসমত (৪৪)। 

স্থানীয়রা জানান, মাংস ব্যবসায়ী হাসমত দীর্ঘদিন ধরে অসুস্থ মরা গরু সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। শনিবার রাতে অলোয়ার মিঞা বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে মরা গরু বিক্রির বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এসময় মাংস ব্যবসায়ী হাসমত মরা গরু বিক্রির কথা স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘মরা গরু বিক্রি করার খবর পেয়ে ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’ 

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]