কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, ৭ বগি লাইনচ্যুত


ঢাকা বিজনেস ডেস্ক , : 16-04-2023

কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, ৭ বগি লাইনচ্যুত
কুমিল্লায় মেইল ট্রেনের সঙ্গে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নাঙ্গলকোটে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবাহী ট্রেনটি । এ সময় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে ৩টি এসি চেয়ার ও ৪টি শোভন চেয়ার রয়েছে।
 
শরিফুল আলম জানান, হাসানপুর স্টেশনে সিগন্যাল ফেল করে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। 
 ঢাকা বিজনেস/এমএ/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]