হজযাত্রীদের সহযোগিতা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকারের সুপারিশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 16-04-2023

হজযাত্রীদের সহযোগিতা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকারের সুপারিশ

হজযাত্রীদের সহযোগিতার জন্য পাঠানো সহায়তা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কাজের  সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার (১৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এই সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম ও মোসা. তাহমিনা বেগম অংশ নেন।

বৈঠকে  হজযাত্রীদের সুচিকিৎসা  দেওয়ার লক্ষ্যে যে মেডিক্যাল টিম পাঠানো হয় সেখানে অ্যাজমা, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের শর্তসাপেক্ষে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ‘আসন্ন হজ-২০২৩’-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]