৯ বছরের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়


চুয়াডাঙ্গা সংবাদদাতা , : 16-04-2023

৯ বছরের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

বাইরে বের হলে মনে হয় শরীরে আগুনের ছিটা লাগছে। বাতাস যেন আগুনের ফুলকি। বাতাসে জলীয়বাষ্প নেই বললেই মনে হয় চলে। টানা ৯ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়। এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ।

চুয়াডাঙ্গায় টানা ১৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদ ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুন ঝরা রোদে সাধারণ মানুষের বাইরে বের হওয়া মুশকিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূূর্যের প্রখরতা আরও বাড়ছে। চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দিনমুজুর, রিকশা-ভ্যান চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন রোগবৃদ্ধি পাচ্ছে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় বেশি রোগীভর্তি আছে। হাসপাতালের বহির্বিভাগেও রোগী বাড়ছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা ১৪ দিন তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। ৫-৬ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা নেই। ফলেতাপ মাত্রা আরও বাড়তে পারে। বৃষ্টি না হলে গরম কমবে না।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]