টিকিটের দাম বেশি রাখায় রেলের ২ কর্মকর্তাকে কারাদণ্ড


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , : 15-04-2023

টিকিটের দাম বেশি রাখায় রেলের ২ কর্মকর্তাকে কারাদণ্ড

টিকিকের দাম বেশি রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সেলম্যান-নিরাপত্তারক্ষীসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট সেলিম শেখ এই আদেশ দেন। এই সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন। সহকারী কমিশনার বলেন, আমাদের কাছে প্রায় অভিযোগ আসে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আজ ইউএনওর নেতৃত্বে পরিচয় গোপন রেখে যাত্রী সেজে আমরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কাটতে যাই। এসময় ৬০ টাকার টিকিটের দাম কাউন্টার সেলসম্যান চাইলেন ১০০টাকা। মোশাররফ হোসেন বলেন, তার পাশেই রেলওয়ে নিরাপত্তারক্ষী (আরএনবি) বিপ্লব চন্দ্র দাস টিকিট বিক্রি করছিলেন। তার কাছে থেকে টিকিট কিনতে গেলে তিনি আমাদের পরিচয় আঁচ করতে পারেন। এই সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ইউএনও’র নির্দেশে আনসার সদস্যরা দৌড়ে তাকে আটক করেন। একইসঙ্গে সেলসম্যান ও রেলওয়ের আরেক নিরাপত্তারক্ষীকেও আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আয়েশা বেগম ও আরাফাত নামের দুই টিকিট কালোবাজারিকে আটক করা করেন আনসাররা। সহকারী কমিশনার আরও বলেন, পরে সেলসম্যান সালাউদ্দিন ও আরএনবি সদস্য বিপ্লব চন্দ্র দাসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া টিকিট কালোবাজারি আয়েশা ও আরাফাতকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


ঢাকা বিজনেস/আজহার/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com