রামপালে তামার তারসহ আটক ১


বাগেরহাট সংবাদদাতা , : 15-04-2023

রামপালে তামার তারসহ আটক ১

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে লেবার গেট থেকে কপার ক্যাবলসহ চোর চক্রের একজনকে আটক করা হয়েছে। মো. শামীম (২৫) নামের চোর চক্রের ওই সদস্য ৭ কেজির বেশি কপার ক্যাবল নিয়ে পালাচ্ছিলেন।  

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আনসার ব্যাটালিয়ন-৩ এর রামপাল ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক মো. শামীম চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার হুমায়ূন কবিরের ছেলে।

এ বিষয়ে আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে কোম্পানি কমান্ডার রাজিব হোসাইনের নেতৃত্বে চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে তল্লাশী করে কালো কভার যুক্ত ২২ পিচের ৭ কেজির অধিক কপার ক্যাবল পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘এ জাতীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]