৩০ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ করবে সরকার


ঢাকা বিজনেস ডেস্ক , : 13-04-2023

৩০ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ করবে সরকার

এবার বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রতি কেজি বোরো ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এছাড়া, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। 

এতে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় বোরো সংগ্রহ ২০২৩ মৌসুমে চার লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সিদ্ধ চাল ও এক লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আভ্যন্তরীণ সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত চলবে।  

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম ৩৫ টাকা। ২০২২ সালে একই মৌসুমে ধান-চাল ও গমের মূল্য ছিল যথাক্রমে ২৭ টাকা, ৪০ টাকা ও ২৮ টাকা।

সভায় আরও অংশ নেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী স ম রেজাউল করিম।  

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]