চট্টগ্রামে বাসচাপায় নিহত ৫


চট্টগ্রাম সংবাদদাতা , : 13-04-2023

চট্টগ্রামে বাসচাপায় নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার বোয়ালখালী-আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঘটনাস্থলে পৌঁছে ও‌ই সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশার চালক ও ৪ যাত্রী নিহত হন। বাসচালক জাগের হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘মরদেহগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক জাগের হোসেনকে আটক করা হয়েছে। মরদেহগুলো প্রথমে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]