রমজানে আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক , : 12-04-2023

রমজানে আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

রমজান মাস শেষ হওয়া পর্যন্ত আল-আকসা মসজিদে অমুসলিম পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। মঙ্গলবার (১১ এপ্রিল) নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। আরব নিউজের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।  

গত কয়েক দিন ধরে চলা সহিংসতার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল-আকসায় কোনো অমুসলিমকে প্রবেশ করতে দেওয়া হবে না।   

গত এক বছর ধরে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ অনেক বেড়েছে। আর এবার রমজান মাস আসার পর উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পবিত্র রমজানে পাসওভার উপলক্ষে ইহুদিরা আল-আকসায় প্রবেশের চেষ্টা চালিয়েছে।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]