সুন্দরবনে মাছসহ ৩ শিকারি আটক


বাগেরহাট প্রতিনিধি , : 11-04-2023

সুন্দরবনে  মাছসহ ৩ শিকারি আটক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এই সময় তাদের থেকে বিষ, বিষযুক্ত মাছ, নিষিদ্ধ টোনাজাল, চটজাল ও নৌকা জব্দ করা হয়।  সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১০ টার দিকে তাদের আটক করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ বনরক্ষীরা। বিষয়টি নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান।

আটক শিকারিরা হলেন রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মো. শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মো. রহমান ইজারদারের ছেলে মো. মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মো. জাকির শেখের ছেলে মো. আ. রহিম শেখ।

মাহবুব হাসান বলেন, ‘সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির খুন্তাকোদাল খালে টহলের সময়ে তাদের কাছ থেকে মাছধরার কাজে ব্যবহৃত বিষের বোতল, প্রায় ১০ কেজি চিংড়িমাছ, নিষিদ্ধ টোনাজাল, ১ হাজার ৫০০ ফুট ঘনচটজাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।’

মঙ্গলবার (১১ এপ্রিল)  মাছ শিকারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা।

ঢাকা বিজনেস/বাপ্পা/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com