নির্বাহী আদেশের ছুটি ঘোষণা দিয়েছে সরকার। ঘোষণা অনুযায়ী এবার ঈদের ছুটি মিলছে ৫ দিন। সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাহী আদেশে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের সরকারি ছুটি। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণার ফলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা।
ঢাকা বিজনেস/এনই/