ঈদে মোটরসাইকেল চলবে না পদ্মাসেতুতে, চলবে মহাসড়কে


ঢাকা বিজনেস ডেস্ক , : 09-04-2023

ঈদে মোটরসাইকেল চলবে না পদ্মাসেতুতে, চলবে মহাসড়কে

সড়ক-মহাসড়ক-সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নতুন নিবিনিষেধের কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে পদ্মাসেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।’রোববার (৯ এপ্রিল) বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদ-যাত্রা উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের আগে ৫ দিন এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।’

এর আগে গত ঈদুল আজহার আগ ও পরে  ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যদি ঈদুল আজহার আগের  ৩ দিন, ঈদের দিন এবং ঈদের পরের ৩ দিন—এই ৭ দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। 

তবে,  এবার মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না কোনো বিধিনিষেধ।

সেতুমন্ত্রী বলেন, ঈদের আগের ৩ দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে।  ঈদের আগের  ৫ দিন ও ঈদের পরের ৭ দিন ২৪ ঘণ্টা জ্বালানি তেলের পাম্প খোলা থাকবে।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com