ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড


স্টাফ রিপোর্টার , : 09-04-2023

ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।

রোববার (৯ এপ্রিল) গুলশান নৌ-পুলিশ হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে, সেই ব্যবস্থা নিতে হবে। এ ধরনের কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘খেয়া নৌকা দিয়ে সাবধানতার সঙ্গে পারাপার করতে হবে। এ সময়ে লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়৷। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।’

এসময়ে লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত থাকতে বলেন শফিকুল ইসলাম। 

ঢাকা বিজনেস/এইচ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com