যে কারণে হিলি দিয়ে কমেছে পণ্য আমদানি


আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) , : 20-12-2022

যে কারণে হিলি দিয়ে কমেছে পণ্য আমদানি

ভারত থেকে পণ্য আমদানি কমেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। আগে যেখানে এ বন্দর দিয়ে প্রতিদিন দুই শতাধিক ভারতীয় ট্রাক বিভিন্ন প্রকার আমদানিকৃত পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করতো, বর্তমানে সেখানে ৫০ থেকে ৭০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। আমদানিকারকরা বলছেন, ‘ডলার সংকট, ব্যাংকগুলোতে এলসি (ঋণপত্র) সীমিতকরণ, বাংলাদেশে আমদানিকৃত পণ্যের চাহিদা কম, টাকা বকেয়া থাকাসহ নানা কারণে পণ্য আমদানি কমে গেছে।’ 

হিলি বন্দরের আমদানিকারক ও পানামা পোর্ট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

হিলি বন্দরের পাথর আমদানিকারক মো. ইদ্রিস আলী মিঠু বলেন, ‌‘নগদ টাকায় পাথর আমদানি করে বাকিতে বিক্রি করে বিপদে পড়েছি। কয়েকটি প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়ে আছে। ক্রেতারা সময়মতো টাকা পরিশোধ না করায় বর্তমানে পাথর আমদানি বন্ধ রেখেছি। আমার মতো অনেক আমদানিকারই পাথর আমদানি বন্ধ রেখেছেন। দুই-একজন আমদানি করলেও পরিমাণে কম। যারা নগদ টাকার ক্রেতা পাচ্ছেন তারাই আমদানি করছেন।’ 

পেঁয়াজ আমদানিকারক আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন, পেঁয়াজের বাজার ভালো না। দেশি পেঁয়াজের কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা অনেকটা কমে গেছে। পেঁয়াজ কাঁচা পণ্য বিক্রি না হলে পচে যায়। তাই পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি। আগে যেখানে ১০ ট্রাক পেঁয়াজ আমদানি করতাম। বর্তমানে ২ থেকে ৩ ট্রাক পেঁয়াজ আমদানি করছি।’

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম সুইট বলেন, হিলি বন্দর দিয়ে পাথর, পেঁয়াজ, ভুট্টা, খৈল, গমের ভুসি, সরিষা, চাল আমদানি হয়ে থাকে। কিন্তু সব পণ্যেরই চাহিদা কমে গেছে। তাই হয়তো আমদানিকারকেরা আমদানি কমিয়ে দিয়েছেন।’  

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি বন্দর দিয়ে সবধরনের পণ্যই আমদানি হচ্ছে। তবে অনেকটা আমদানি কমে গেছে। আগের মাসে গড়ে এক থেকে দেড় শতাধিক বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও এখন গড়ে ৫০ থেকে ৭০টি ট্রাক প্রবেশ করছে।’ 

এদিকে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গেলো বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) হিলি বন্দর দিয়ে ৪৫টি ট্রাক আমদানিকৃত পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরমধ্যে ১৮ ট্রাক পাথর, ১১ ট্রাক চাল, ৯ ট্রাক পেঁয়াজ, ১ ট্রাক ভুট্টা, ২ ট্রাক খৈল, ১ ট্রাক ভুট্টার বীজ, ১ ট্রাক গমের ভুসি, ১ ট্রাক সরিষা ও ১ ট্রাক ভুট্রার ভুসি আমদানি হয়েছে।’ 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com