বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘করণ অর্জুন’ সিনেমায়। এরপর আর প্যারালাল চরিত্রে দেখা যায়নি এই দুজনকে। তাদেরকে একসঙ্গে দেখা অপেক্ষায় ভক্তরা। কিছুদিন ধরেই গুঞ্জন ভাসছিল এই দুই অভিনেতা আবারো জুটি বাঁধছেন।
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। পরিচালক সিদ্ধার্থ আনন্দ আবারও দু’জনকে এক ফ্রেমে বাঁধছেন। সিনেমার নামও ঠিক হয়েছে। দুই নায়কের জনপ্রিয় দুই চরিত্র ‘টাইগার’ ও ‘পাঠান’ নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি। নাম ‘টাইগার ভার্সেস পাঠান’।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার বাজেট এ যাবৎকালের হিন্দি সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতেই শুরু হবে শুটিং।
উল্লেখ্য, ২০২২ সালের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের সব রেকর্ড ভেঙে দেন শাহরুখ খান। অন্যদিকে সালমানের ‘টাইগার’ চরিত্রটিও বেশ জনপ্রিয়।
ঢাকা বিজনেস/এন/