পিই রেশিও কমেছে ডিএসইতে


স্টাফ রিপোর্টার , : 08-04-2023

পিই রেশিও কমেছে ডিএসইতে

বিদায়ী সপ্তাহে (২ এপ্রিল থেকে ৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে ডিএসই’র পিই রেশিও দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৪ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ২৪ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ৪৫ দশমিক ১৯ পয়েন্ট, সিরামিকস খাতে ৪১ দশমিক ৭৬ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৮ দশমিক ৯০ পয়েন্ট, খাদ্য খাতে ২০ দশমিক ৪৯ পয়েন্ট,  জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৯ দশমিক ৪৪ পয়েন্ট।

এছাড়া, সাধারণ বিমা  খাতে ১৬ দশমিক ৭৬ পয়েন্ট, আইটি খাতে ৩৩ দশমিক ৩১ পয়েন্ট, বিবিধ খাতে ২০ দশমিক ৬৬ পয়েন্ট, আর্থিক খাতে ৩৪ দশমিক ৯৮ পয়েন্ট,ওষুধ খাতে ১৭ দশমিক ৯০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২২ দশমিক ০২ পয়েন্ট, ট্যানারি খাতে ৫২ দশমিক ৬৪ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬ দশমিক ৯২ পয়েন্ট অবস্থান করছে।

ঢাকা বিজনেস/তারেক/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]