বাংলাদেশের টার্গেট ১৩৮ রান


ক্রীড়া ডেস্ক , : 07-04-2023

বাংলাদেশের টার্গেট ১৩৮ রান

সকাল সকাল বাংলাদেশকে সুসংবাদ উপহার দেন পেসার এবাদত হোসেন। নিজের ইনিংসের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করে এবাদতের বলে বোল্ড হয়ে যান ম্যাকব্রাইন। ২৮৯ রানের মাথায় পড়লো ৯ম উইকেট। শেষ উইকেটটাও নেন এবাদত। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন গ্রাহাম হিউম। তিনি করেন ১৪ রান। দিনের শুরুতেই ২ উইকেট শিকার করেন তিনি। এতে ঢাকা টেস্টের চতুর্থ দিনে ২৯২ রানে অলআউট হয়েছে আইরিশরা। 

একমাত্র টেস্টে ইনিংস হারের শঙ্কায় থাকা আইরিশরা এখন ১৩৭ রানে এগিয়ে রয়েছে। জিততে হলে বাংলাদেশকে ১৩৮ রান সংগ্রহ করতে হবে। 

এই ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, এবাদত ৩টি, অধিনায়ক সাকিব আল হাসান ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২১৪ ও বাংলাদেশ ৩৬৯ রান করেছিল।

এদিকে, টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের সঙ্গেই প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের সে ইতিহাস বদলাতে চায় টাইগাররা। আপাতত সে সম্ভাবনাই উঁকি দিচ্ছে। 

ঢাকা বিজনেস/এম

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]