‘বঙ্গবাজারে ব্যবসায়ীরা সাময়িকভাবে ব্যবসা করতে পারবেন’


স্টাফ রিপোর্টার , : 06-04-2023

‘বঙ্গবাজারে ব্যবসায়ীরা সাময়িকভাবে ব্যবসা করতে পারবেন’

ব্যবসায়ীরা ঈদ-উল-ফিতরের আগে বঙ্গবাজারে তাদের ব্যবসা সাময়িকভাবে চালাতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‌‘‘যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটি পরিষ্কার করা হবে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ক্ষতির ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয় হবে।’ 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বঙ্গবাজার বাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদের আগে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য সাময়িক ব্যবস্থা করা হবে বলে বলেও তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

সালমান বলেন, ‘আমরা ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য কাজ করছি। পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব নয়, তবে কিছুটা পুনরুদ্ধার করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক ইতোমধ্যেই আমাকে ফোন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য। এর জন্য ব্যবসায়ীদের যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ এবং রকেট খোলার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর এই ব্যাপারে জানানো হবে।’

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com