মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় জায়গা করে নিয়েছে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিকের এই সিনেমাটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবারের আসরে। ।
মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের এই ছবিসহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের ছবি।
'পেয়ারার সুবাস' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। রয়েছেন অভিনেতা তারিক আনাম খান ও আহমেদ রুবেল।
আগামী ২০ এপ্রিল বসছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
প্রসঙ্গত, গেল বছর মস্কো চলচ্চিত্র উৎসবে চমক দেখায় বাংলাদেশের ছবি ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও তরুণ নির্মাতা যুবরাজ শামীম জিতে নেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।
ঢাকা বিজনেস/এন/