ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ


স্টাফ রিপোর্টার , : 05-04-2023

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বুধবার (৫ এপ্রিল) ঈদ উপলক্ষে আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে মালিকদের তিনি এ নির্দেশনা দেন।

মন্নুজান সুফিয়ান বলেন, ‌‘ঈদ যখন আসে তখন মজুরি, বেতন-ভাতা, উৎসব ভাতা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। পূজা-পার্বণকে কেন্দ্র করে সরকার নিজস্ব উপায়ে ভাতা দিয়ে থাকে ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নিজেদের সমঝোতার ভিত্তিতে ভাতা দেয়। এ নিয়ে সঠিক ব্যবস্থাপনা ও কিছু মালিকের অদূরদর্শীতার অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সঠিক সময়ে বেতন দিয়ে দেবেন। বেতনের আগে বোনাস দিয়ে দিতে হবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু এবার ২২-২৩ তারিখের মধ্যে ঈদ পড়ে যাবে। তাই আমাদের সিদ্ধান্ত হচ্ছে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।’

তিনি বলেন, শ্রমিক মালিক দুই পক্ষই বসে সিদ্ধান্ত নেবেন বেতন-ভাতা কিভাবে নেবেন। তারা অর্ধেক মাসের বেতন নিবেন, নাকি পুরো মাসের বেতন নেবে, নাকি শুধু বোনাস নেবে। নিজেদের সমঝোতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবেন। সরকারি ছুটি অবশ্যই সবাইকে দিতে হবে। আর মালিক-শ্রমিকরা বসে ঠিক করবে, তারা কিভাবে অতিরিক্ত ছুটি মঞ্জুর করবে। আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করবো এটাই প্রত্যাশা।’

বৈঠকে বেতন বোনাস দেওয়ার বিষয়টি নির্দিষ্ট করার বিপক্ষে মত দেন মালিকরা। এপ্রিলের বেতন পরিশোধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি মালিকপক্ষ। তারা বলেন, মালিক-শ্রমিক বোঝাপড়ার মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ করা হবে। অনেক কারখানা শ্রমিকদের চাওয়ার আগেই বেতন-বোনাস দেবে। যেসব কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঝামেলা করতে পারে, সেগুলো চিহ্নিত করে বেতন-ভাতা পরিশোধ করার ব্যবস্থা করা হবে।

ঢাকা বিজনেস/এইচ



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com