জিবিডিএস’র নতুন কমিটির সভাপতি রিয়াদ, সম্পাদক শান্ত


গবি প্রতিনিধি , : 20-12-2022

জিবিডিএস’র নতুন কমিটির সভাপতি রিয়াদ, সম্পাদক শান্ত

গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট পরিষদে মো. রিয়াদুজ্জামান রিয়াদকে সভাপতি ও হাসিবুল হাসান শান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও জিবিডিএস'র উপদেষ্টা পরিষদের সভাপতি মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহবুবা আলম নিহা, সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তৌসিফ ফারহান, অর্থ সম্পাদক নোশিন নওয়ার আদনি, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদুর রহমান পারভেজ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আফসানা মিজান মিমি, কার্যনির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন সাকিব, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য তাসনিম জাহান অনু।

উল্লেখ্য, জিবিডিএস ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন পর্যায়ে বিতর্কে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে ইতিবাচক ভূমিকা পালন করেছে।

সেতু/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com