ঈদে জোভান-মাহির জুটি


বিনোদন ডেস্ক , : 05-04-2023

ঈদে জোভান-মাহির জুটি

বর্তমানে নাটকের দুই পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহি। ঈদের এক নাটকে জুটি বাঁধছেন এই দুজন। নাটকের নাম- ঈদ সেলামি। ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান।

নাটকটি সম্পর্কে নির্মাতার বক্তব্য এমন, ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চিন্তা ভাবনা বদলে দেওয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে ‘ঈদ সেলামি’ উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com