নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীদের আগামী ২০ এপ্রিল বিকাল ৫টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪টি।
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬, ৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৬টি।
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬, ৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম ও সংখ্যা: ক্যাটালগার ১টি।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪, ৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৮টি।
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০, ০১০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ২৮ মার্চ ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি: পদভেদে টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৩ ও ১১২ টাকা।
ঢাকা বিজনেস/এইচ