‘চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেলো’


মোহাম্মদ তারেকুজ্জামান , : 04-04-2023

‘চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেলো’

‘বঙ্গবাজার ও এনেক্স টাওয়ারে আমাদের একাধিক গোডাউন-দোকান ছিল। আজ চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেলো।’ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে বঙ্গবাজারে এনেক্স টাওয়ারের নিচে ঢাকা বিজনেসকে এসব কথা বলছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী  জিতু আহসান। 

এই ব্যবসায়ী বলেন, ‘সকাল থেকেই বঙ্গবাজারে ছিলাম। অনেক ব্যবসায়ী আছেন, যারা কোটি কোটি টাকা ব্যাংকসহ বিভিন্ন উৎস থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। তাদের একাধিক গোডাউন ছিল, যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’

জিতু বলেন, ‘গোডাউন ও দোকান মিলিয়ে আমাদের প্রায় ২০ কোটি টাকার মাল ছিল। ব্যাংক, সমিতিসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে মাল তুলেছিলাম দোকানে। ঋণের টাকায় কেনা অনেক মাল গোডাউনে ছিল। সব শেষ হয়ে গেলো।’ তিনি বলেন, ‘বঙ্গবাজারের গোডাউন ও দোকানের আশা ছেড়ে দিয়েছি। এখন এনেক্স টাওয়ারের দোকানে যা আছে, সেগুলো নিয়ে ভাবছি।’

ঢাকা বিজনেস/এনই/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com