আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের ব্যারাকেও


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-04-2023

আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের ব্যারাকেও

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজারের মহানগর শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়া আগুন থেকে পুলিশ ব্যারাকেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও জলকামান দিয়ে আগুন নেভাতে কাজ করছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগে পুলিশ ব্যারাকে। সকালে বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়েছে ব্যারাকে। এতে ব্যারাকের বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে পুলিশ ব্যারাকের ৪ তলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিসও পানি দিচ্ছে। এই ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া। সেখান থেকেই মূলত আগুন ছড়িয়ে পড়েছে।

এর আগে, বঙ্গবাজারে লাগা আগুন সকাল ৬টা ১০ মিনিট থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এরইমধ্যে বঙ্গবাজারে থাকা অন্তত ৫টি মার্কেট পুড়ে ছাই হয়েছে।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]