রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনে জ্বলছে একের পর এক মার্কেট পুড়ে ছাই হচ্ছে। তাই যে অংশে এখনো আগুনের বাইরে সেসব অংশের নিজেদের দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। মার্কেটটি পাইকারি হওয়ায় বেশিরভাগ কাপড় বস্তা করা থাকে গুদামে। পাইকারি ব্যবসায়ীরা সেইসব বস্তা বের করে রক্ষা করছেন শেষ সম্বল।
সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে মার্কেটে ছুটে আসেন পাইকারি টি-শার্ট বিক্রেতা সেলিম আসেন। এসে দেখতে পান তার দোকানের অংশে এখনও আগুন লাগেনি। তাই আগুন দোকানে ছড়ানোর আগেই নিজের গুদামে রাখা টি-শার্টের বস্তা সরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ‘এই মার্কেটে ১৪/১৫ হাজার দোকান রয়েছে, যার অন্তত ৫ হাজার দোকান বড় রয়েছে। সবাই আজ পথের ফকির হয়ে গেল। ঈদের আগে ব্যবসায়ীরা সবাই বেশি বেশি কাপড় তুলেছিলেন।’
সেলিমের মতো আরও শত শত ব্যবসায়ী মালামাল সরিয়ে নিচ্ছেন। শেষ সম্বল রক্ষা করতে পেরে অনেকে আবার কিছুটা হলেও তৃপ্তিও বোধ করছেন। তবে ঈদের আগে এরকম আগুনের ঘটনায় তারা নিস্ব এটিও বলছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা। পানি ছিটানো হচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়েও।
এদিকে সাধারণ মানুষের ভিড়ে ফায়ার সার্ভিসের কাজে ব্যহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মোবাইলে ভিডিও ধারণ আর উৎসুক জনতার ভিড়ে কাজ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আশেপাশের মসজিদের মাইকে বারবার বলেও উৎসুক জনতাকে সরানো যাচ্ছে না।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুনের সুত্রপসত হয় রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। আর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ঢাকা বিজনেস/এন/