ঈদে মুক্তি পাবে 'আদম'


বিনোদন ডেস্ক , : 03-04-2023

ঈদে মুক্তি পাবে 'আদম'

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। রোবরাব (২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। রোজার ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। 

সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। মুক্তির বিষয়ে তিনি বলেন, 'আমার স্বপ্নের প্রজেক্ট ‘আদম’। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সব কাজ গুছিয়ে এনেছি। তাই রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে চাই।' সিনেমাটি গেল বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায় বলেও জানান তিনি।  

সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মিস বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজালখ্যাত ইয়াশ রোহান। এতে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য। সিনেমাটি প্রযোজনা করেছে ‘টি.এইচ.আর মিডিয়া হাউজ’।

ঢাকা বিজনেস/এন/ 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com