উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নৈশপ্রহরী নিহত হয়েছেন । শুক্রবার (৩১ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) ও ক্যাম্প-৫-এ এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, এ ঘটনায় তাইফুর (১২) নামে এক শিশুও আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি করে। এ সময় নৈশপ্রহরী সৈয়দ আলমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। রোহিঙ্গা উগ্রপন্থী গোষ্ঠীর সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে পারে।
ঢাকা বিজনেস/আনাম/এনই/