ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইনে


স্টাফ রিপোর্টার , : 30-03-2023

ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইনে

ঈদ-উল-ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ৩০ এপ্রিল এই টিকিট কেনা যাবে।টিকিট কেনার জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আরও বলা হয়েছে,  এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com