এবার যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক ওয়ার’


বিনোদন ডেস্ক , : 30-03-2023

এবার যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক ওয়ার’

বাংলা চলচ্চিত্র তার সোনালি যুগ ফিরে পাচ্ছে। বেশ কয়েকটি সিনেমা দারুণ সাড়া ফেলেছে। সেই আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

 বৃহস্পতিবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। ঈদ উপলক্ষে মাসব্যাপী এটি প্রদর্শিত হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস।

‘ব্ল্যাক ওয়ার’র পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্য মুক্তির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘মিশন এক্সট্রিম’এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর, ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।

সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। একটি আইটেম গানে দেখা গিয়েছে চিত্রনায়িকা ববি হককেও।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com