বিশ্বের সবচেয়ে উঁচু ৫ টাওয়ার


নুরজাহান নুর , : 20-12-2022

বিশ্বের সবচেয়ে উঁচু ৫ টাওয়ার

মানবজাতির একটি স্বভাবই হলো প্রতিযোগিতায় অংশ নেওয়া। তাই মানুষ সবসময় প্রতিযোগিতা পছন্দ করে। বারবার রেকর্ড তৈরি করা এবং ক্রমাগত সেগুলো ভেঙে নতুন রেকর্ড তৈরি করা তার স্বভাব। স্থাপত্যের  ইতিহাস, বিভিন্ন শৈলী, বিল্ডিং ও বিল্ডিং তৈরিতে ব্যবহৃত উপকরণগুলো হয়ে আছে এই প্রতিযোগিতার সাক্ষী।

সম্প্রতি বাণিজ্যিক আকাশচুম্বী অট্টালিকাগুলো নিরলসভাবে উঁচু থেকে উঁচুতে নির্মিত হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এরকমই ৫টি টাওয়ার নিয়ে আমাদের আজকের এই আয়োজন। 

১. বুর্জ খলিফা
জীবনে একবার হলেও বুর্জ খলিফার নাম শোনেননি, এরকম কাউকে খুঁজে পাওয়া ভার। এই বুর্জ খলিফা নিয়ে সাধারন মানুষের থাকে নানা জল্পনা-কল্পনাও।  ৪৩০ মিটার উঁচু বুর্জ খলিফা,সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে অবস্থিত।বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রিস্ট্যান্ডিং কাঠামো এই বুর্জ খলিফা। এই শক্তিশালী টাওয়ারটিকে উঁচু করতে প্রায় ৩ লাখ ৩০ হাজার ঘনমিটার কংক্রিট এবং ৩৯ হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছিল। 

চিত্তাকর্ষক কাঠামোটি নির্মাণ সম্পূর্ণ হতে ছয় বছর সময় নেয়। অবশেষে  ২০১০ সালের ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল এই বুর্জ খলিফা। স্থপতি ছিলেন অ্যাড্রিয়ান স্মিথ, মার্শাল স্ট্রাবালা ও জর্জ জে. ইফস্টাথিউ। 

টাওয়ারটি অতুলনীয় বিজ্ঞান, আদর্শের একটি অনন্য ও নিখুঁত মিশ্রণ। দুবাইয়ের বুর্জ খলিফা হলো একটি মিশ্র-ব্যবহারের আকাশচুম্বী অট্টালিকা; যা একটি টাওয়ারের জন্য সর্বাধিক সংখ্যক বিশ্ব রেকর্ড ধারণ করে। এটি সবচেয়ে উঁচু টাওয়ার, সবচেয়ে উঁচু ফ্রিস্ট্যান্ডিং টাওয়ার, সর্বাধিক সংখ্যক গল্প রয়েছে। সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক রয়েছে। রয়েছে সর্বোচ্চ ফ্লোর। আর আছে সবচেয়ে লম্বা সার্ভিস লিফট। টাওয়ারে অসংখ্য হোটেল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিলাসবহুল বাসস্থান, অফিস, রেস্তোরাঁও রয়েছে।


২.ইন্ডিয়া টাওয়ার
ইন্ডিয়া টাওয়ার ভারতের মুম্বাইয়ে অবস্থিত। এর উচ্চতা ৭০৭.৫ মিটার। মুম্বাইয়ের বেশিরভাগ স্থাপত্য বিস্ময় ভারতের ঔপনিবেশিক অতীতের একটি অনুস্মারক। কারণ বেশিরভাগই ব্রিটিশই ক্ল্যাসিক ভিক্টোরিয়া গথিক শৈলীতে তৈরি করেছিল। ইন্ডিয়া টাওয়ার শহরের জন্য বিশাল ও ভিন্ন কিছু। মেরিন ড্রাইভ ও দক্ষিণ মুম্বাইয়ের বক্ররেখা বরাবর অবস্থিত। ইন্ডিয়া টাওয়ার একটি বহুমুখী আকাশচুম্বী ভবন, যেখানে বাসা, অফিস স্পেস, রেস্তোরাঁ ও আরও অনেক কিছু রয়েছে। টাওয়ারটি তৈরি করা হয়েছে টিউব আকারে। 

একটি স্কাই লবি রয়েছে, যা একটি প্যানোরামিক প্ল্যাটফর্ম সরবরাহ করে যেকোনো কার্যকলাপকে প্রকাশ করার অনুমতি দেওয়। স্থাপত্যের উচ্চতা ৭০০ মিটার কিন্তু টাওয়ারটি এর ডগা থেকে ৭০৭.৫ মিটার পরিমাপ করে। এটির মাটির নিচে ৫টি এবং মাটির ওপরে ১২৬টি তলা রয়েছে। টাওয়ারের পেশাগত এলাকা মাত্র ৫০৮ মিটার।


৩.ওয়ারিসন মেরডেকা টাওয়ার
স্থপতি ফেন্ডার কাটসালিডিসের নকশায় তৈরি ওয়ারিসন মেরডেকা টাওয়ারের উচ্চতা ৬৭৯ মিটার।এই টাওয়ারটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত। ওয়ারিসন মেরডেকা টাওয়ারটিকে মেরডেকা ১১৮ বা মেরডেকা পিএনবি/কেএল ১১৮ও বলা হয়।

কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলে ১৯ একর জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে এই টাওয়ারটি । বিল্ডিংটি তিনটি ধাপে বিকশিত হয়েছিল। 

ভবনটিতে রয়েছে  ৭ তলা বিশিষ্ট মল। এটি মোট ১১৮টি বিশিষ্ট। 


৪. টোকিও স্কাইট্রি
এই টাওয়ারটি জাপানের টোকিওতে অবস্থিত। উচ্চতা ৬৩৪ মিটার। টোকিও স্কাইট্রি জাপানের ক্লাসিক মন্দির ও মন্দির এবং তলোয়ার থেকে নেওয়ার পরে ডিজাইন করা হয়েছে। স্থপতি নিকেন সেক্কেই।

২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। টোকিও স্কাইট্রি  বিশ্বের দশটি উঁচু টাওয়ারের মধ্যে রয়েছে। টাওয়ারটি একটি ল্যান্ডমার্ক ও পর্যটক আকর্ষণ হিসেবে কাজ করে। চতুর্থ তলায় দর্শনার্থীদের জন্য টিকিট কাউন্টার রয়েছে।  

স্কাইট্রিতে একটি শপিং সেন্টার, পর্যবেক্ষণ ডেক ও রেডিও টাওয়ার রয়েছে। ভবনটির ডিজাইন করেছিলেন বিখ্যাত ভাস্কর কিচি সুমিকাওয়া।   


৫. সাংহাই টাওয়ার
চীনের সাংহাই টাওয়ারটি ছিল ৬৩২ মিটারের বিশাল উচ্চতাসহ দেশের সবচেয়ে উঁচু গগনচুম্বী টাওয়ার। কয়েক বছর ধরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্থাপনার রেকর্ডটি ধরে রেখেছে।  মাটির ওপরে ৫ টি বেজমেন্ট ফ্লোর এবং ১১৮টি মেঝে রয়েছে। এর ভেতরে শপিং স্টোর, নগর কেন্দ্র ও রেস্তোরাঁ  রয়েছে।

 ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com