মা দিবসে পরীমনির ‘মা’


বিনোদন ডেস্ক , : 30-03-2023

মা দিবসে পরীমনির ‘মা’

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববারে পালন করা হয় মা দিবস। এই দিবস নিয়ে থাকে নানা আয়োজন। আসন্ন মা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে‘মা’। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ছোটপর্দার পরিচালক অরণ্য আনোয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।

১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সি সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে এই সিনেমায়। সম্ভাব্য মুক্তির তারিখ ১৯ মে। সিনেমাটি মুক্তি পাবে বিশ্ব মা দিবস কেন্দ্র করেই।

তিন দশকের ক্যারিয়ারে ‘আমাদের নুরুল হুদা’র মতো বহু জনপ্রিয় ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

নিজের প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, 'আগামী ২ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়া হবে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।'

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পায় ‘মা’ সিনেমাটি। পরীমনি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবিসহ অনেকেই।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]