আয়ারল্যান্ডকে ২০৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 29-03-2023

আয়ারল্যান্ডকে ২০৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করেছে টাইগাররা। সব ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করেছে তারা। আয়ারল্যান্ডকে জিততে হলে ১৭ ওভারে টপকাতে হবে এই রানের পাহাড়। 

ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ১৮ বলে হাফ সেঞ্চুরি হাকিয়েছেন লিটন। তিনি ৪১ বলে ৮৩ রান করে আউট হয়েছেন। অপরদিকে রনিও ২৩ বলে ৪৪ এবং সাকিব ২৪ বলে ৩৮ রান করে আউট হয়েছেন।    

এদিকে, আজ বেলা ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে খেলা হয়নি। তারপর বেলা সোয়া ৩টায় বৃষ্টি থামার পর ১৭ ওভারে নেমে এসেছে দ্বিতীয় টি-টোয়েন্টি। 

৬ ওভারের পরিবর্তে পাওয়ারপ্লে হয়েছে ৫ ওভারের। দুজন বোলার করতে পারছেন সর্বোচ্চ ৪ ওভার করে। বাকিরা করতে পারছেন সর্বোচ্চ ৩ ওভার করে। খেলা শুরু হয়েছে ৩টা ৪০ মিনিটে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট। 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com