মোংলায় প্রথমবারের মতো ৮মিটার গভীরতার জাহাজ


বাগেরহাট প্রতিনিধি , : 28-03-2023

মোংলায় প্রথমবারের মতো ৮মিটার গভীরতার জাহাজ

মোংলাবন্দর জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে আট মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে। প্রথমবারের মতো মোংলায় ভিড়েছে আট মিটার গভীরতার বিদেশি জাহাজ। সোমবার (২৭ মার্চ) বিকাল ৫টার দিকে ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী এমভি মার্কস ইয়ামেন নামের জাহাজটি নোঙর করে।

মোংলাবন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহিন মজিদ জাহাজ ভেড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে এত গভীরতার কোনো জাহাজ জেটিতে ভেড়েনি। এ ক্ষেত্রে বন্দরের সক্ষমতা বাড়লো। দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না। ভবিষ্যতে সাড়ে আট মিটার জাহাজ কিভাবে এখানে ভেড়ানো যায়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। বন্দরের অধিকতর সক্ষমতা বাড়াতে কাজ চলছে।  

এমভি মার্কস ইয়ামেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ম্যানেজার এম এন আলম বলেন, জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলাবন্দর কর্তৃপক্ষ এত বড় সাফল্য অর্জন করেছে। জেটিতে ড্রেজিংয়ের ফলে আট মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে। ১৭৯টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি সোমবার নোঙর করে। তবে এই জাহাজেই প্রায় ৩০০ কন্টেইনার ভর্তি পণ্য রপ্তানি হবে।

  ঢাকা বিজনেস/বাপ্পা/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]