এবার ওয়েব সিনেমায় অপু!


বিনোদন ডেস্ক , : 20-12-2022

এবার ওয়েব সিনেমায় অপু!

বড় পর্দার নায়িকা অপু বিশ্বাস। সিনেমা জগতে তার দেড় দশকের ক্যারিয়ার। সিনেমার পর্দার জন্যই কাজ করেছেন। এবার তিনি কাজ করবেন ছোট পর্দার জন্য। তবে সেটা টেলিভিশন নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য একটি সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। নাম ‘ছায়াবাজি’। 

তার প্রথম ওয়েব সিনেমা হবে ‘ছায়াবাজি’। সিনেমাটি প্রযোজনা করছে আরটিভি। পরিচালনা করছেন সৈয়দ শাকিল। সিনেমাটি মূলত আহমেদ শাহাবুদ্দিনের সাইকো থ্রিলার গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। এ ওয়েব সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন অপু। 

প্রথমবার ওয়েব সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘অনেক আগে থেকেই ওয়েব ফিল্মে কাজ করার প্রস্তাব পাচ্ছি। কিন্তু ব্যাটে বলে মেলেনি বলে কাজ করা হয়নি। আমার ইচ্ছা ছিল, যে সিনেমায় কাজ করবো তার গল্প যেমন অসাধারণ হয়, ঠিক তেমনি আমার চরিত্রেও যেন নতুনত্ব থাকে।’

তিনি আরো বলেন, ‘‘এ সিনেমার গল্প যিনি লিখেছেন, দু’টো চরিত্র আমাকে ভেবেই লেখা, গল্প পড়ে আমার এমনই মনে হয়েছে। আর নির্মাতা সৈয়দ শাকিল ভাই সম্পর্কে আমি অবগত। তার সঙ্গে কাজ করছি, এটাও ভালো লাগার। অনেক অনেক ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে। কাজটি ভালোভাবে শেষ করার জন্য এখন অনেক শ্রম দেওয়ার চেষ্টা করবো। কারণ নতুন প্ল্যাটফর্মের জন্য এটা আমার নতুন এক চ্যালেঞ্জ।’’ 

এদিকে, অপু বিশ্বাস সম্প্রতি সরকারি অনুদানে তার প্রথম প্রযোজিত সিনেমা বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমার কাজ শেষ করেছেন। একই পরিচালকের ‘ছায়াবৃক্ষ’ নামে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমায়ও কাজ করেছেন এ নায়িকা।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]