৮ ওভারে ১০৪: লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে আয়ারল্যান্ড


ক্রীড়া ডেস্ক , : 27-03-2023

৮ ওভারে ১০৪: লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

বৃষ্টি থামায় ডার্ক লুইস পদ্ধতিতে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। প্রতি ওভারে আইরিশদের নিতে হবে ১৩ রান। সেই লক্ষ্য তাড়ায় ব্যাট করছে সফরকারীরা।     

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ গড়াচ্ছে মাঠে। প্রথমে টস হেরে ব্যাট করে বাংলাদেশ। ১৯ ওভার ২ বল শেষেই শুরু হয় হয় বৃষ্টি। হাতে ছিল মাত্র ৪ বল। এরই আগে টাইগাররা ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে।   

টি-টোয়েন্টিতে বাংলাদেশ আজ দ্রুততম দলীয় ১০০ রানের রেকর্ড গড়ে। মাত্র ৮.৫ ওভারে (৫৩ বল) বাংলাদেশ ১০০ রান করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন রনি। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ফিফটি। এ ছাড়া লিটন দাস ৪৭, শামীম হোসেন ৩০ রান করেন। সাকিব ১৩ বলে ২০ ও মিরাজ ১ বলে ৪ রান করে অপরাজিত আছেন।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ইয়ং ও ১টি করে উইকেত নেন হ্যারি টেক্টর, মার্ক অ্যাডেয়ার ও গ্রাহাম হুম। 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]