হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 27-03-2023

হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ (২৭ মার্চ) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। 

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত ঢাকা বিজনেসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামিল হোসেন চলন্ত বলেন, ‘রোববার (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে সরকারি ছুটি ছিল। তাই হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানিকৃত কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।’ 

তিনি আরও বলেন, ‘আজ সোমবার থেকে ভারত থেকে আমদানিকৃত পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচঞ্চলতা।’ 

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’ 

বুলু/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com