বিশ্বরেকর্ডের ম্যাচে জোড়া গোল রোনালদোর


ক্রীড়া ডেস্ক , : 24-03-2023

বিশ্বরেকর্ডের ম্যাচে জোড়া গোল রোনালদোর

কাতার বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলেছেন ১৯৬তম ম্যাচ। বৃহস্পতিবার (২৩ মার্চ) লিচনস্টেইনের বিপক্ষে মাঠে নামায় তার নামের পাশে হয়ে গেছে ১৯৭টি ম্যাচ। লিচনস্টেইনের বিপক্ষে নামার আগে ১৯৬ ম্যাচে তার গোলসংখ্যা ছিল ১১৮টি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোলও নেই আর কারো। বৃহস্পতিবার রাতের ম্যাচে জোড়া গোল করে এখন গোল সংখ্যা ১২০-এ নিয়ে গেছেন তিনি। বলছিলাম ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোর কথা।  

এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১৯৬ ম্যাচ খেলেছেন কেবল কুয়েতের বদর আল মুতাওয়া। যিনি তার সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন ২০২২ সালের ১৪ জুন। এই রেকর্ডই রোনালদো ভাঙলেন। 

২০০৩ সালের ২০ আগস্ট আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। তারপর থেকে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। 

গতকাল বিশ্বরেকর্ড গড়েরই ক্ষান্ত হননি তিনি। জোড়া গোল করে দলের ৪-০ ব্যবধানের জয়ে রেখেছেন অবদানও। তাতে বড় জয়ে ইউরো বাছাইপর্ব দারুণভাবে শুরু করে পর্তুগিজরা।

এদিন হোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই জোয়াও কানসালোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৪৭ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান হয় ২-০। এরপর ৫১ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে রোনালদো গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন। আর ৬৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ একটি গোল করে দলের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। জোড়া গোলে জাতীয় দলের হয়ে রোনালদোর মোট গোলসংখ্যা এখন ১২০।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com