‘নিত্যপণ্যের দাম যেন আর না বাড়ে’


স্টাফ রিপোর্টার , : 23-03-2023

‘নিত্যপণ্যের দাম যেন আর না বাড়ে’

আগামী এক মাস নিত্যপণ্যের দাম যেন আর না বাড়ে সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআইয়ের বোর্ড রুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, বাজার পরিস্থিতি ও বাজার মনিটরিং জোরদার করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

জসিম উদ্দিন বলেন, ‘রমজান মাসে নিত্যপণ্য কম লাগার কথা। কিন্তু আমাদের অভ্যাসগত কারণে বেশি লাগে। এই অভ্যাসগত বিষয়টি পরিবর্তন করতে হবে। অনেকেই চাহিদার তুলনায় অতিরিক্ত কিনে বাসায় স্টক করে রাখেন। এতে করে বাজারে পণ্যের সংকট সৃষ্টি হয়। তখন বাজারে অস্থিরতা দেখা দেয়। এই স্টক করা থেকে আামাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ক্রেতা সাধারণকে একটু রেসপন্সিবল হতে হবে।’

তিনি বলেন, ‘পৃথিবীতে রমজান মাসে দাম কমে। আর আমাদের এখানে দাম বাড়ে। এই অবস্থার উত্তরন হওয়া দরকার। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো ন্যায্য মূল্যে যেন ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করা হয়। সম্ভব হলে কম দামে আপনারা পণ্য বিক্রি করবেন।’

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা ৬টা পণ্য চাল, গম, চিনি পেঁয়াজ, আদা ও রসুনের ব্যাপারে জোর দেবো। আমরা চেষ্টা করবো এই ৬টি পণ্যের দাম যেন পুরো রমজানে না বাড়ে।’

তিনি বলেন, ‘ওয়ার্ল্ড মার্কেটে যখন নিত্যপণ্যের দাম বাড়ে, তখন আমাদের এখানে দাম বেড়ে যায়। এটা স্বাভাবিক ঘটনা। কারণ ওয়ার্ল্ড মার্কেটে যখন দাম বাড়ে আমাদের এখানে কম রাখা সম্ভব হয় না। আমরা সেই সক্ষমতা অর্জন করিনি।’

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সুযোগের সৎ ব্যবহার করবেন না। আমাদের বর্তমান বোর্ড বাজার মনিটরিং করছে। এটা অব্যাহত থাকবে। আর বাজার কমিটিকে বলবো তারা যেন ঠিকভাবে বাজার মনিটরিং করে। তারা ঠিকভাবে মনিটরিং না করলে বাণিজ্য মন্ত্রণায় তাদের লাইসেন্স বাতিল করবে। আমরা চাই না তাদের লাইসেন্স বাতিল হোক। যে ৬টি আইটেম নিয়ে আমরা কাজ করছি, সেগুলো পর্যাপ্ত মজুদ আছে। কোনো ঘাটতি নেই। তাই দাম বাড়ার প্রশ্নই আসে না।’

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]