চরিত্রবান স্বামী চান অহনা!


বিনোদন ডেস্ক , : 23-03-2023

চরিত্রবান স্বামী চান অহনা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। রূপ আর অভিনয়গুণে নজর কেড়েছেন দর্শকদের। সম্প্রতি চলছে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন।

অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেই নাকি প্রেম করছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে মুখ খোলেননি কেউ।

বর্তমানে কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম-অহনা। এরপরই মূলত গুঞ্জন শাখা-প্রশাখা মেলেছে। তবে, সেসবে কান না দিয়ে একের পর এক নাটকে অভিনয়ে ব্যস্ত জনপ্রিয় এই জুটি।

এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই দুই তারকা। এর গল্পে দেখা যাবে, অহনা একজন চরিত্রবান স্বামী চান।

আসছে ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

শামীম-অহনা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, সানজিদা মিতুসহ অনেকে।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com