মালিবাগে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা


স্টাফ রিপোর্টার , : 22-03-2023

মালিবাগে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা

রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা লেগেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।  রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]