তাহিরপুরে ভূমি-গৃহহীন ২৫ পরিবার পেলো পাকা ঘর


সুনামগঞ্জ সংবাদদাতা , : 22-03-2023

তাহিরপুরে ভূমি-গৃহহীন ২৫ পরিবার পেলো পাকা ঘর

সুনামগঞ্জের তাহিরপুরে মাথা গোঁজার নিজস্ব ঠাঁই না থাকা আরও ২৫ টি পরিবার নিজের নামে ঘর পেলো। বুধবার (২২ মার্চ) এসব পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। এদিন সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে দেশব্যাপী ভূমি ও গৃহহীন পরিবারকে সরকারি জায়গায় ঘর তৈরি করে দেওয়ার ঐতিহাসিক প্রকল্প হাতে নিয়েছিল বর্তমান সরকার। ইতোমধ্যে, ৩ ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের কাছে আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়। এবার চতুর্থ ধাপের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, পিআইও কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।

ঢাকা বিজনেস/তানভীর/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com