ময়মনসিংহে চাকরি মেলায় ৩৩ জনকে সরাসরি নিয়োগ


ময়মনসিংহ সংবাদদাতা , : 21-03-2023

ময়মনসিংহে চাকরি মেলায় ৩৩ জনকে সরাসরি নিয়োগ

ময়মনসিংহে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে পলিটেকনিক হোস্টেল মাঠে  এই মেলার আয়োজন করা হয়।

মেলায় চাকরি প্রত্যাশীদের উপচে পরা ভিড় ছিল। দেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানিতে ৩৩ জনকে সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়। এ ছাড়াও তিন সহস্রাধিক চাকরি প্রত্যাশীর আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শওকত হোসেন। 

দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান মিলে প্রায় ৩৫টি স্টল চাকরি মেলায় অংশগ্রহণ করেন। পছন্দের প্রতিষ্ঠানে চাকরি নিতে বায়োডাটা জমা দিয়েছেন দক্ষ শিক্ষার্থীরা।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শওকত হোসেনের সভাপতিত্বে চাকরি মেলায় প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পিআইডব্লিউ এর পরিচালক যুগ্ন সচিব এ.ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন। 

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফরিদ আহমেদ, হিউম্যান রিসোর্স ও ক্রাউন সিমেন্টের জেনারেল ম্যানজার এবিএম ইউসুফ আলী খানসহ অন্যরা। শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি এ ওয়াই এম জিয়াউদ্দিন আল-মামুন।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com